কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে নগরীর গভ: ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে টিকা দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। জেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ লাখ ৮ হাজারের বেশি কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে।
এর আগে ক্যাম্পেইন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিত লৌহ, ডব্লিউএইচও প্রতিনিধি ডা. নুসরাত আজরিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত। প্রতিবছর জরায়ু মুখের ক্যান্সারে বাংলাদেশে ৫ হাজার নারী মারা যান। সারা পৃথিবীতে নারীর জরায়ুরমুখ ক্যান্সারে মৃত্যু বিবেচনায় এটি বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। তবে নারীরা যদি এ টিকা দিতে পারে তাহলে তাদের ভবিষৎ প্রজন্ম নিরাপদে থাকবে। তাই সব নারীকেই টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।
প্রাথমিকভাবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। সকাল ৮টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে।
স্কুল পর্যায়ে ২৪ অক্টোবর থেকে পরবর্তী ১০ কর্মদিবস এবং কমিউনিটি পর্যায়ে ৭ নভেম্বর থেকে পরবর্তী ৮ কর্মদিবসে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান। টিকা পেতে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে। ##