কাগজ প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র-জনতার গণ বিপ্লবে পরাজিত শক্তি দেশ-বিদেশ থেকে গভীর ষড়যন্ত্র করছে। রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট সৃস্টির যে কোনো ষড়যন্ত্র জাতীয় ঐক্য ও সংহতির মধ্য দিয়ে প্রতিরোধ করা হবে। গতকাল বুধবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, ফ্যসিবাদ বিরোধী ছাত্র গণ বিপ্লবের বিজয় এবং সংস্কার, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে যে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। নতুন করে রাজনৈতিক বা সাংবিধানিক সঙ্কট যাতে সৃস্টি না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
এর আগে তিনি হালুয়াঘাটের নাগলা বাজারে আমতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রতি ভয়াবহ বন্যা পরবর্তী রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও মহানগর শাখার সহযোগিতায় এই ক্যাম্প থেকে চিকিৎসা দেয়া হয়। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১৫ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করেন। এ ক্যাম্প থেকে রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় ।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারে না থেকেও বিএনপি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুধু ত্রাণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাস্থ্য সেবায় বিএনপি কাজ করছে।
তিনি বলেন, বিপদের সময় যারা জনগণের পাশে থাকে তারাই জনগণের প্রকৃত বন্ধু। জনগণ যখন অধিকার হারা, তখনও বিএনপি নিপীড়নের শিকার হয়েও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মরনপণ সংগ্রাম করেছে, দুর্যোগ-দুর্বিপাকেও জনগণের পাশে আছে। তিনি সরকারের প্রতিও বন্যা পরবর্তী পুনর্বাসন ও বন্যার কারণে রোগাক্রান্ত মানুষের চিকিৎসায় সরকারী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান ।
সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীন নেতা পরান আলী কাঞ্চু। বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা.বদরউদ্দিন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. সায়েম মনোয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজ ডায়াব এর সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম, ডা. সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোনায়েম হোসেন খান , কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুল মান্নান মানু, গোলাম মোস্তফা সরকার, রফিকুল ইসলাম, সালাহ উদ্দিন আহমেদ, বাচ্চু তালুকদার, ফকরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা সাফায়েত সারোয়ার তায়েব, মোহায়মেনুল ইসলাম, সিরাজুল ইসলাম শাহীন, ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা মোতালেব হোসেন, আবদুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাজী এমদাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়জুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।