কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে নগরীর চরপাড়া মেডিকেল কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার দেওপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ ময়মনসিংহ সিসিএসসি’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।
র্যাব জানায়, নগরীর চরপাড়া মেডিকেল কলেজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় ফিরোজা বেগমকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এসময় ফিরোজা বেগমকে জিজ্ঞাসা করলে সে এক পর্যায়ে তার সাথে থাকা হেরোইনের কথা স্বীকার করে এবং নিজ হাতে বের করে দেয়। পরে ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য আট লক্ষ টাকা। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলেও সে স্বীকার করে। তাকে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।