কাগজ প্রতিবেদক, ভালুকা
ভালুকায় বন বিভাগ কর্তৃক এককে পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় ভালুকার রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের প্রত্যাহার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের কৃষকেরা।
রেঞ্জ কর্মকর্তা ও কাদিগর বিট কর্মকর্তার অপসারণ, বিচার দাবিতে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করেছে উপজেলা হবিরবাড়ি এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ। গতকাল সোমবার বিকেল ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে পাশে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত ওই মাননববন্ধন করেন। এতে, তোফায়েল আহাম্মেদ, মো. হাবিব উল্যাহ, নূর মোহাম্মদ টিপু, আবুল হোসেনসহ অন্যান্যরা বক্তৃতা করেন। গত ১৬ সেপ্টেম্বর “বনায়ন ছাড়াই অর্থ লোপাট” শিরোনামে দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ খান মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে ময়মনসিংহ থেকে প্রকাশিক দৈনিক ব্রহ্মপূর এক্সেপ্রেস পত্রিকায় একটি প্রতিবাদ লিপি প্রকাশ করেন। সেই ঘটনায় বিক্ষোব্ধ হয়ে জনতা ওই পত্রিকায় আগুন ধরিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, ‘বাপ-দাদা ও তাদের পূর্বপুরুষেরা শত বছর যেসব জায়গা জমি ভোগদখল করে গেছেন। আমরাও সেসব জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্ত বন বিভাগ প্রতিবছরই আমাদের খাজনা পরিশোধ করা ভোগদখলীয় চাষের জমিতে বনায়নের নামে গাছের চারা লাগাতে যায়। এতে, বাধা দিলে তারা চারা না লাগিয়ে ফিরে আসে এবং সরকারী বরাদ্দের অর্থ আত্মসাৎ করার জন্যে গ্রামবাসীর নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আমরা এই হয়রানী থেকে মুক্তি চাই। আমরা চাই, নিরপেক্ষভাবে ডিমারকেশেন মাধ্যমে সীমানা চিহ্নিত করে বনের জায়গায় বন থাকুক। আমাদের জায়গায় আমরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করছি।