কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ সাগর হত্যার বিচার ও পতিত স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে ভিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে আন্দোলনকারি শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এসময় আন্দোলনকারিরা গণআন্দোলনে নিহত সাগর হত্যাসহ আন্দোলনে হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এ ছাড়া আন্দোলনে হতাহত পরিবারকে সহযোগিতার আহ্বান জানান অন্তবর্তী সরকারকে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন, গোকুল সুত্রধর মানিক, আশিকুর রহমান, তাহমিদ রেদোয়ান, ফারহানা শেখ, রাজন আহম্মেদ, জেনাস ভৌমিক, স্বপন সুত্রধর, সজিবসহ প্রমুখ উপস্থিত