কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে কুখ্যাত মাদক সম্রাট লালন শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ কেজি গাজা ও মাদক বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্ত্বরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকার মৃত. আব্দুস ছাত্তারের ছেলে। গতকাল বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে জড়িত। তার বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে। তাকে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।