কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিদোয়ান হাসান সাগর হত্যার অন্যতম আসামী রাহাত হোসেন টিটুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর আনঞ্জুমান ঈদগাঁ মাঠের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়। টিটু মহানগর যুবলীগের সাবেক সদস্য। গতকাল বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মহিলা কলেজের সামনে এলোপাথারী গুলি ও দেশীয় অস্ত্রের মাধ্যমে রিদোয়ান হাসান সাগরকে (২২) গুরুতর জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হলে আসামীরা আত্মগোপনে থাকে। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।