কাগজ প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু, সুন্দর, আনন্দমূখর ও নিরাপদে পূজা উদযাপনে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন যুবদল নেতৃবৃন্দ। শুক্রবার রাতে নগরীর দূর্গাবাড়ি মন্দির, শিববাড়ি মন্দির, জুবলীঘাট, কালীবাড়ি, আমলাপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় মন্ডপগুলোর হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যুবদল নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।