সরকারি ক্যালেন্ডারের মধ্যেই ছুটি বেশী দেওয়া থাকবে
কাগজ প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, আগামীতে ঈদ, পুজা ও বড় দিনে ছুটি চাইতে হবে না, সরকারি ক্যালেন্ডারের মধ্যেই ছুটি বেশী দেওয়া থাকবে। তিনি বলেন, সুন্দর, স্বস্তি, সাহস ও আনন্দের সাথে এই উৎসবটা যাতে করতে পারেন সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তিনি বলেন আমি, আপনি, আমরাই সরকার। সরকার আসবে-যাবে কিন্তু আমরা জনগণ থাকবো। আমরা চাই, সকল নাগরিক ভালো থাকুক, সুস্থ ও স্বাধীন আনন্দে থাকুক।
শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর দুর্গামন্দির পরিদর্শনে এসে সনাতন ধর্মালম্বী সুধীজনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, মহানগর সভাপতি অ্যাডভোকেট তপন দে, জেলা শাখার যুগ্ম সম্পাদক শংকর সাহা বক্তব্য রাখেন।
এসময় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং পুজারীগণ উপস্থিত ছিলেন। পরে তিনি শিববাড়ী মন্দিরসহ নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।