কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী জিলা স্কুল খেলার মাঠ বাঁচাতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭০ বছরের পুরোনো এই স্কুলের খেলার মাঠ দখল করে সেখানে স্কুল এক্সটেনশন ভবন নির্মাণকে কেন্দ্র করে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জিলা স্কুলের এই খেলার মাঠটি ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী। এই মাঠেই ১৯১৮ সাল থেকে লীলাদেবী শিল্ড ফুটবল টুর্নামেন্ট যা আয়োজন হতো। এই মাঠ থেকেই বাংলাদেশ ফুটবল ও ক্রিকেটের অনেক তারকা খেলোয়াড়ের হাতেখড়ি। স্কুলের এক্সটেনশন ভবন নির্মাণ পরিকল্পনা নেহায়েত স্কুল ক্রীড়াঙ্গনকে ধ্বংসের উদ্যোগ। স্কুল মাঠ কে বাচাতে ভবিষ্যতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেন উপস্থিত ছাত্ররা।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দেশবরেণ্য ফুটবল কোচ মারুফুল হক ফেরদৌস, কর্নেল ফরহাদ, খান মেহেদী, শামিম আজাদ, মোজাম্মেল হক টুটু, এমদাদ উল্লাহ রাজু, রোকনুজ্জামান সরকার, তানভীর আহমেদ রবিন, এনামুল হক, আরিফ চৌধুরী রাসেল, শরিফুজ্জামান সোহেলসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এর আগে গত ১০ অক্টোবর স্কুলের প্রাক্তন ছাত্র দেশ বরেন্য ক্রিকেটার মাহামুদুল্লাহ রিয়াদ ভারত সফর চলাকালীন নিজের ফেইসবুক ভেরিফাইড পেইজে স্কুল প্রাঙ্গণে মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদ জানান। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন ময়মনসিংহ জিলা স্কুল আমাদের আবেগের জায়গা এবং এই স্কুলের মাঠে খেলেই আমরা বড় হয়েছি এবং ক্রিকেটের হাতে খড়ি নিয়েছি। কাজেই এই আবেগ অনুভূতির মাঠটিকে দখল করে ভবন নির্মাণ না করার জন্য অনুরোধ জানান তিনি।
জানা যায়, গত ৩-৪ দিন আগে হঠাৎ স্কুল কর্তৃপক্ষ স্কুলের মূল ভবনের সামনের এই মাঠটিতে স্কুলের এক্সটেনশন ভবন নির্মাণের জন্যে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনসহ মাপঝোঁক করার পর মাঠের বিভিন্ন জায়গায় খুঁটি গাড়েন। এ খবর ছড়িয়ে পরলে স্কুলটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ ধরণের অপচেষ্টার তীব্র নিন্দা জানায়। ##