1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
  3. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  4. ne...ee@gmail.com : news :
  5. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  6. saifulmytv@gmail.com : saiful :
  7. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
August 15, 2025, 1:14 am
শিরোনাম
ময়মনসিংহ জেলা আইনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজারের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদ- নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু ময়মনসিংহে তিতাস গ্যাস কর্মকর্তার দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’, অধিকতর আলোচনায় ঐকমত্য কমিশন ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ময়মনসিংহে নতুন করে প্লাবিত হয়েছে আরো ৫০ গ্রাম

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৭, ২০২৪,
  • 97 Time View

কাগজ প্রতিবেদক
অতিবৃষ্টি, ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি কোনো কোনো এলাকায় আরো অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরো ৫০টি গ্রাম। বর্তমানে তিন উপজেলার ২৩ টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে। খাদ্যসঙ্কটে দুর্গত মানুষ কষ্টে রয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, দশ হাজার ৭৫১ টি পুকুর ও খামারের এক হাজার ৭৪২ মেট্রিক টন মাছ ভেসে গেছে। সাত হাজার মৎস্য চাষির পাঁচ হাজার ৯৮৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ পুর্ণবাসন কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, বন্যা কবলিত উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৫৮টি আশ্রয় কেন্দ্রে নারী ও শিশুসহ দুই সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তিন উপজেলায় ৬৩ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি রান্না করা খাবারও দেয়া হচ্ছে। সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ধোবাউড়া প্রতিবেদক জানান, উপজেলার ঘোষগাঁও, দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, বাঘবেড়সহ সাতটি ইউনিয়নে পানিবন্দি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগ এখন চরমে। জমির ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী মানুষ গৃহপালিত গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে মানবেতর জীবনযাপন করছে।উপজেলার উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলে পানি বেড়েছে। ২৬টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। উপজেলা সদর থেকে কলসিন্দুর পাকা রাস্তা, ঘোষগাঁও ধোবাউড়া পাকা রাস্তা, ঘোষগাঁও বালিগাঁও পাকা রাস্তা, মুন্সিরহাট বাজার থেকে শালকোনা পাকা রাস্তা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারদিনের টানা দুর্ভোগে দিশেহারা মানুষ। ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াারিছ মেম্বার জানান, পানিবন্দী মানুষ চিড়া-মুড়ি খেয়ে দিনযাপন করছেন। তারাকান্দি গ্রামের কুলসুম আক্তার বলেন, ‘চারদিন ধরে পানিবন্দি অবস্থায় আছি। বাড়ির উঠানেও হাঁটুপানি। রান্না করা যাচ্ছে না। হাঁস মুরগি মরে গেছে। মান্দালিয়া গ্রামের রামিজা খাতুন জানান, চুলা ডুবে যাওয়ায় রান্না করতে পারছেন না। চারদিন ধরে অর্ধাহারে-অনাহারে রয়েছেন। উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার জানান, ৮ হাজার ৪২০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও ৪ হাজার ৮১০ হেক্টর জমির ফসল আংশিক তলিয়ে গেছে। উপজেলা প্রকৌশলী আবু বকর ছিদ্দিক জানান, ১২৭ কিলোমিটার রাস্তা তলিয়ে যাওয়ায় ৫০ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, গতকাল (সোমবার) নতুন করে উপজেলার দু’টি ইউনিয়নের ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের পানি কিছুটা কমছে। দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

হালুয়াঘাট প্রতিবেদক জানান, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হালুয়াঘাটের পাঁচটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উজানের পানি কমে যাওয়ায় ভূবনকুড়া, জুগলী, গাজিরভিটা, সদর ও পৌরসভার পানি নেমে গেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, খালেদা জিয়ার উপদেষ্টা আফজাল এইচ খান ও সালমান ওমর রুবেল বন্যার্তদের মাঝে পৃথকভাবে রান্না করা খাবার দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিমের নেতৃত্বে হালুয়াঘাটের বিভিন্ন গ্রামে রান্নাকরা খাবার ও শুকনা খাবার বিতরণ করেছেন। তাবলীগ জামায়াতসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, উপজেলার উজান দিকে প্লাবিত হওয়া গ্রামের পানি নামতে শুরু করেছে। নড়াইল, কৈচাপুর, ধুরাইল এবং আমতৈল ইউনিয়নের পানি ফুলপুর হয়ে ব্রহ্মপুত্র নদে প্রবাহিত হচ্ছে। নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হলেও সার্বিক পরিস্থিতি এখন ভালো।

ফুলপুর প্রতিবেদক জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফুলপুর উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। এছাড়া ফুলপুর সদর, রূপসী, বালিয়া, বওলা, ভাইটকান্দি ও রামভদ্রপুর ইউনিয়নের বিস্তীর্ণ জমির আমন ফসল ও সবজি বিনষ্ট হয়েছে। পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, এক হাজার ৬২০ হেক্টর জমির রোপা আমন ধান সম্পুর্ণ ও দুই হাজার ৪৪০ হেক্টর জমির আমন ফসল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৭৫ হেক্টর জমি সবজি ফসল সম্পুর্ণ ও ৭০ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024