কাগজ প্রতিবেদক, ত্রিশাল
‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, কাঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম, পৌরসভার সচিব নওশীন আহমেদ, ইউপি সচিব আনোয়ার হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদ এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।