কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সামিউল হাসান সিফাতের উপর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং কিশোরগ্যাং মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর ব্যানারে বোরবার দুপুরে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধন চলাকালে শিক্ষার্থী সিফাতের মা শান্তনা সরকার শেলী অচিরেই হামলাকারী কিশোরগ্যাংদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবিী করেন। হামলাকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ##