1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
  3. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  4. ne...ee@gmail.com : news :
  5. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  6. saifulmytv@gmail.com : saiful :
  7. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
August 15, 2025, 12:01 am
শিরোনাম
ময়মনসিংহ জেলা আইনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজারের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদ- নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু ময়মনসিংহে তিতাস গ্যাস কর্মকর্তার দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’, অধিকতর আলোচনায় ঐকমত্য কমিশন ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের জন্য সবচে বড় প্লাস পয়েন্ট-ডা. বিধান রঞ্জন রায়

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৬, ২০২৪,
  • 125 Time View

কাগজ প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র নাগরিকদের কাছে ট্যাক্স চায় আর নাগরিকরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায়। নিরাপত্তা দেয়া রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এটা সরকারের জন্য সবচে বড় প্লাস পয়েন্ট। আমি মনে করি, যখন কোন ঘটনা ঘটে তখন যদি তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যায় তাহলে অন্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তিনি এই মনোভাব নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার অনুরোধ জানান। গতকাল রবিবার বিকেলে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এখন আমাদের দেশে বন্যা হচ্ছে। এটা একটা ফ্ল্যাশ ফ্ল্যাড। আমাদের প্রাকৃতিক পরিবর্তন যেভাবে হচ্ছে সেটার জন্য শুধু আমরাই ভুক্তভোগী না, বিভিন্ন দেশেও এমন ঘটনা ঘটে। অনাবৃষ্টি বা অতিবৃষ্টির হচ্ছে। ফলে আমাদের এগুলো নিয়েই বসবাস করতে হবে। একটা হচ্ছে, এগুলোকে মোকাবিলার চেষ্টা করা, প্রস্তুতি রাখা আর একটা হচ্ছে আমাদের পরিবেশগত পরিবর্তনকে আমরা যেভাবে মোকাবিলা করতে পারি সে লক্ষ্যে কাজ করা। এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। আমাদের ত্রাণের কোন ঘাটতি নেই। যখন যা লাগবে তারা দিতে পারবে।
গর্ব করে বলেছেন, আমাদের ময়মনসিংহ অঞ্চল তুলনামূলকভাবে শান্ত অঞ্চল। এখানে হানাহানি অন্য কোন অঞ্চল থেকে কম হয়। বিগত আন্দোলনে এখানে যারা কর্মরত ছিলেন এ বিষয়টাকে সুন্দরভাবে ম্যানেজ করেছেন। তাই এখানে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শুধু কর্মকর্তারা নয় নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের মাঝে একটা বোঝাপড়া আছে সেজন্য এখানে হানাহনি কম হয়। এই অঞ্চলটাকে শান্ত রাখার জন্য যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী, নাগরিক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের সমঝোতা নিয়ে কাজ করতে পারলে ভাল।
তিনি বলেন, মানুষ তাদের জীবন দিয়েছেন স্বৈরাচারি ব্যবস্থা পরিবর্তনের জন্য। এখন আমাদের কার্যকলাপে মানুষের সঙ্গে আমাদের আচরণ পরিবর্তন না আনি তাহলে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যাবে। তাদের কাছে আমরা ঋণী থেকে যাবো। আমি আশা করি আপনারা যে যার স্থানে আছেন তিনি তার কর্তব্যটুকু সম্পন্ন করবেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে সাম্প্রতিককালে যে পরিবর্তন ঘটে গেল, পাঁচ থেকে আট আগষ্ট কোন সরকার ছিলনা। কিন্তু আমদের দেশে কোন কাজ থেমে থাকেনি। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানগুলো এমন একটা সক্ষমতা অর্জন করেছে যে একটা সরকারের অনুপস্থিতিতেও তার কাজ চালিয়ে নিতে পারে। এজন্য আপনাদের অভিনন্দন জানাই।
এসময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, লেফটেনেন্ট কর্নেল মাহমুদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, র‌্যাব-১৪ সিইও অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইসমাইল হোসেন, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল আউয়ালসহ বিভাগ ও জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর উপদেষ্টা বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধি সমাজের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এবং রাতে একই স্থানে বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সমন্বয়কদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024