কাগজ প্রতিবেদক, ভালুকা
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় রুবি আক্তার (৪০) নামে এক মহিলা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হবিরবাড়ির ঢালীবাড়ি মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রুবি আক্তার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারাযান। নিহত রুবি আক্তার মাদারীপুর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত নাদির ফকিরের মেয়ে। রাতেই পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ভালুকা হাইওয়ে থানার এসআই আবু তালেব জানান, নিহত মহিলার লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন।পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। লোকজন আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।