কাগজ প্রতিবেদক
ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত ৪০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকার ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. সেলিম মিয়া (২২) ও একই গ্রামের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. ইজাজুল ইসলাম (২০)। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার-ইনচার্জ মো. সহিদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকার ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক-আপ বোঝাই ৪০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করা হয়।