কাগজ প্রতিবেদক
‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর টাউন হল এসে শেষ হয়। পরে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজহারুল হক, উপ-পরিচালক রওশন আরা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, আনন্দ মোহক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।