কাগজ প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপন করতে জননিরাপত্তা জোরদার ও সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জননিরাপত্তা বিষয়ক গোল টেবিল বৈঠকে বক্তরা এ আহবান জানান।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, এ কে এম মাহবুবুল আলম, রতন আকন্দ, গণফোরামের আবুল হাসনাত, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক গোকুল সুত্রধর মানিক ও আশিকুর রহমান প্রমুখ।