কাগজ প্রতিবেদক, নান্দাইল
ময়মনসিংহের নান্দাইলে বাস ও অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার দুপুর সোয়া একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ডাংরী নামকস্থানে শামীম ভূইয়ার ফিসারির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাদল মিয়া (৩৫) ও দশালিয়া গ্রামের বাসিন্দা মৃত নবী নেওয়াজের ছেলে অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৫৭)।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া এবং হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক ফিরোজ মিয়া নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।