কাগজ প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে মাল্টিপারাস শেডে গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপার প্রকৌশলী আজিজুল ইসলামের সভাপতিত্ব এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রেন্জ ডিআইজি ড. আশরাফুর রহমান বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশী পাহারায় থাকবে। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
ময়মনসিংহ জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এডভোকেট রাখাল চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। জেলায় এবছর ৮৪১টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা উদযাপিত হবে।