কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে উৎসে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয়ের আয়োজিত উন্মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন কার্যালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিসিএ) মো. রবিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সকল সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষার্থে আমরা কাজ করি। জনস্বার্থে সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিরূপণে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে হিসাব রক্ষণ অফিস সর্বদা তৎপর।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা যারা বিভিন্ন অফিসে আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে দায়িত্ব পালন করছি, ইনকাম ট্যাক্স ও ভ্যাট কর্তন বিষয়ে আমরা পুরোপুরি ওয়াকিবহাল না। হিসাব রক্ষণ অফিস আমাদের বিধি-বিধান সম্পর্কে এবং খরচের স্বচ্ছতা আনয়নে সহায়তা করে থাকে। উৎসে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ে সংযোজন, পরিবর্তন, সংশোধন বিষয়ক কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা যদি মেইল এর মাধ্যমে অবগত করা যায়, তাহলে বিল-ভাউচার সবসময় সঠিকভাবে তৈরি যায়।
অনুষ্ঠানে সভাপতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) এর আয়কর বিষয়ক অনুচ্ছেদ-১৬১ এর বিশদ ব্যাখ্যা ও বাস্তবিক প্রয়োগ সম্পর্কে বলেন। অনুচ্ছেদ ১৬১ (৩) (খ) অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, পুর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল ও সমজাতীয় অন্য কাজের জন্য সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তি মূল্যের উপর ৭% হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে।
এছাড়াও তিনি ভ্যাট কর্তন বিষয়ক এসআরও অনুচ্ছেদ-২৪০ নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এ সময় সভাপতি বলেন, সরকারি দপ্তরসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং চেক এন্ড ব্যালেন্স এর জন্য হিসাব রক্ষণ অফিস আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আয়কর ও ভ্যাট সঠিকভাবে প্রদানের মাধ্যমে জনগণের কল্যাণে ও রাষ্ট্র বিনির্মানে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি।