কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ-সিলেট রেলপথে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে ময়মনসিংহে নেতৃত্ব দেওয়া কয়েকজন। রেলপথে মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে আজ গতকাল দুপুরে হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে ময়মনসিংহে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ‘জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এতে আরও বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর রয়েছে এবং এর অনুলিপি রেলওয়ে সহ সিলেট এবং ময়মনসিংহের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয় নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলা নিয়ে ২০১৫ সালে শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু হয়। সিলেট হচ্ছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি এবং ওলি- আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যস্থান। এছাড়া সিলেটে রয়েছে ব্যাপক কর্মসংস্থানের এবং দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নের সুযোগ। পর্যটন, শিক্ষা, জীবন-জীবিকা ও ব্যবসা- বাণিজ্যের ক্ষেত্রে দুই বিভাগের জনগণের মধ্যে রয়েছে নিবিড় যোগাযোগ। কিন্তু ময়মনসিংহ থেকে সিলেটের মধ্যে সরাসরি রেলপথ থাকা সত্ত্বেও অদ্যাবধি সাধারণ বা আন্তঃনগর ট্রেন চলাচল নেই। সড়ক পথে নিম্নমানের ও ব্যয়বহুল বাস সার্ভিস একমাত্র যোগাযোগ মাধ্যম।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে অন্তবর্তী সরকারের গতিশীল নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের পুঞ্জিভূত বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে ইতোমধ্যে সরকার সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে ময়মনসিংহ- সিলেট পথে আন্তঃনগর ট্রেন চালুর দাবী অতিদ্রুত বাস্তবায়নে বিভাগবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ময়মনসিংহ- সিলেট পথে একটি আন্তঃনগর ট্রেন পরিচালনার জন্য উভয় বিভাগীয় শহরে বিভিন্ন সময়ে একাধিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। ওই অবস্থায় আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব আন্তঃনগর ট্রেনের দাবি দীর্ঘদিনের। এই আন্তঃনগর ট্রেন সেবা চালু হলে রেলপথ মন্ত্রণালয় বিপুল যাত্রী চাহিদার প্রেক্ষিতে যেমনি রাজস্ব আদায়ে লাভবান হবে তেমনি উভয় বিভাগের পাশাপাশি কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার জনগণও যথেষ্ট উপকৃত হবে।
সমন্বয়ক আনোয়ার হোসেন বলেন, সাধারণ মানুষের প্রানের দাবি সিলেট-ময়মনসিংহ ট্রেন চালু। সরকারি বেসরকারি চাকরিজীবি, শ্রমজীবি মানুষের বর্তামান যোগাযোগের একমাত্র মাধ্যম বাস। যেটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই আমরা চাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার সাধারণ মানুষের দীর্ঘ দিনের চাওয়া পূরণ করবে। ##
কর্মজীবন স্মরণে ৭ অক্টোবর