ময়মনসিংহ ব্যুরো
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ন তাকে সমর্থনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এর প্রতিবাদে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে নগরীর বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টোইন হল এসে শেষ হয়। মিছিলে আলেম -উলামা ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মুফতি মাওঃ খালিদ সাইফুল্লাহ, সেক্রেটারি মুফতি মহিবুল্লাহসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।