কাগজ প্রতিবেদক
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক, দুই ও তিন এর সকল কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. মাজহারুল ইসলাম, এজিএম-২ আ. হান্নান, এজিএম-৩ শাহানুর হোসেন ও শাহিদা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম, মো. সালাহউদ্দিন, মো. আসাদুজ্জামান ভূইয়া ও রাজন কুমার দাস। পরে জেলা প্রশাসক মফিদুল আলমের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এই সময় বক্তারা, বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের হয়রাণির প্রতিবাদ জানান।
বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান।