কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে স্কুল বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য সুনাগরিকের ভূমিকাই মুখ্য’ এই বিষয়ের উপর ময়মনসিংহ জিলা স্কুল এবং নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ময়মনসিংহ জিলা স্কুল বিজয়ী হয়। এছাড়াও উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার সরকারি স্কুলগুলো অংশগ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদের, জেলা প্রশাসক মুফিদুল আলম, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে ময়মনসিংহ জিলা স্কুলের সাগ্রিক সরকার, দ্বিতীয় ময়মনসিংহের হালুয়াঘাট সানফ্লাওয়ার মডেল স্কুলের ফাতিমা তারান্নুম স্নেহা এবং তৃতীয় নেত্রকোনার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের সামিহা আলম সৈচি।
কবিতা আবৃত্তিতে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অফসিন তাহিয়া সুবাত, দ্বিতীয় ময়মনসিংহের হালুয়াঘাট সানফ্লাওয়ার মডেল স্কুলের ফাতিমা তারান্নুম স্নেহা এবং তৃতীয় জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আরাবুন মাহমুদ।
কবিতা আবৃত্তিতে খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আনুশা রাজ রূপিতা, দ্বিতীয় হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাইজা নাবিলা এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৌশিতা অদ্রি তৃতীয় স্থান অর্জন করে। ##