কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদী র্যালী করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। মাটি বাংলাদেশ, অন্যচিত্র, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোটের ব্যানারে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নগরীর জয়নুল আবেদীন উদ্যান থেকে ব্যানার, প্লাকার্ড, এবং রংবেরং এর ছাতার ওপর দাবি স্লোগান নিয়ে একটি প্রতিবাদী র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাটবল চত্বরে শেষ হয়।
পরে সেখানে ‘টেকসই অবকাঠামোতে বিনিয়োগ”-এর সাথে সামঞ্জস্যতা রেখে, ‘এআইআইবিঃ নবায়নযোগ্য জ্বালানিই টেকসই অবকাঠামো’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাটি বাংলাদেশের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, অন্যচিত্রের প্রধান নির্বাহী রেবেকা সুলতানাসহ পরিবেশ কর্মী ও সচেতন নাগরিকগণ।
টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, এআইআইবি যদি উন্নততর পরিবেশ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, তবে তাকে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ ফিরিয়ে এনে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। যদি তারা সত্যিই টেকসই ও স্থিতিশীল অবকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে তাদের অবশ্যই নবায়ণযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে, যা মানুষের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে।
বক্তারা আরো বলেন, আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে, ‘ক্লিন এনার্জির’ নামে জীবাশ্ম জ্বালানির প্রকল্পে অর্থায়ন বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে, যা একটি আরও টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলবে। ##