কাগজ প্রতিবেদক
জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার, নিহত-আহতদের তালিকা তৈরী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নির্বাচন পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা এই সমাবেশের আয়োজন করে।
বক্তারা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, নিহত-আহতদের তালিকা তৈরী, পাচারকারী-ঋণখেলাপীদের বিচার ও টাকা উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিততি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, সংস্কারের রূপরেখা রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানান। সমাবেশে অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ##