কাগজ প্রতিবেদক
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই স্লোগানে ময়মনসিংহে বিভিন্ন দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু, বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে মানবাধিকার নেতা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এসময় হিন্দু, বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার দাশ চন্দন, মহানগর সভাপতি পবিত্র রঞ্জন দে, পুজা উদযাপন কমিটির মহানগর সভাপতি অ্যাডভোকেট তপন দে, সদর উপজেলা সভাপতি অ্যাডবোকেট গৌতম পাল, সাধারণ সম্পাদক জুয়েল রায় চৌধুরী, মহানগর প্রচার সম্পাদক সুজন ভৌমিক, অর্থ সম্পাদক সরোজ সাহাসহ জেলা ও মহানগরের সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, ভারতীয় সীমান্তে স্বর্ণা রানী দাস এবং জয়ন্ত কুমার সিংহ হত্যার বিচার, বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ধর্মান্তরিত করার অপপ্রয়াস ও সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, মঠ-মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, নির্যাতন এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ##