কাগজ প্রতিবেদক, ত্রিশাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। এর মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে।
প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ড থেকে ১৯৯৯ সালে এম.এসসি. ও ২০১১ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। তাঁর বিশটিরও অধিক গবেষণা ও প্রবন্ধ দেশ-বিদেশের নানা প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য গত ১৪ই আগষ্ট জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র শেখর পদত্যাগ করার পর ১লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হুদাকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। আগামী চার বছরের জন্য ড. জাহাঙ্গীর আলমকে ভিসি হিসেবে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেন।