কাগজ প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
মহানগর আমীর মাওলানা কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জেলা জামায়াতের আমীর মো. আবদুল করিম, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন। রাসুলের (স.) জীবনের মধ্যে সর্বোত্তম জীবনাদর্শ রয়েছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল সা. এর আদর্শ অনুসরণ করতে হবে।