কাগজ প্রতিবেদক
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কলেজের সামনে মানববন্ধনে জেলার সকল নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় নার্সিং কলেজের শিক্ষার্থীরা মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, ময়মনসিংহ নাসিং কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক গাজিউর রহমান, সানি আক্তার, স্বর্ণা আক্তার প্রমুখ।
বক্তারা স্বৈরাচারী মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগ, ডিজিএনএমসহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সব নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ দাবি করেন। বহিরাগত কর্মকর্তাদের জন্য নার্সিং পেশার কোনো উন্নতি হচ্ছে না। তারা আমাদেরকে খেলনার পুতুল বানিয়ে রেখেছেন। বিভিন্ন হাসপাতালে পদায়নের নামে তারা ঘুষ বাণিজ্য করছেন। আমাদের পদায়ন করলে তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে বলেই নার্সিং থেকে অধিদফতরে নার্সদের পদায়ন করা হচ্ছে না বলে তারা মানববন্ধনে অভিযোগ করেন। অতি দ্রুত মহাপরিচালক পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা।
গাজীউর রহমান আহমেদ নামে একজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মহাপরিচালক তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল বলে তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। আমরা তার পদত্যাগ চাই।