কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় এ বছর ৮শ ৪১টি পূজা মন্ডপে হিন্দুধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে ১০টি পুজা বেশী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুজা উদযাপন কমিটি, মহানগর পুজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় নির্বিগ্নে পূজা উদ্যাপনের জন্য সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে টহল পুলিশ, র্যাবের কড়া নজরদারি থাকবে। প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পুজা চলাকালে পর্যাপ্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সভায় বিদ্যুৎ ও জ্বালানী হ্রাসের মাধ্যমে পুজা মন্ডপগুলোতে অতিরিক্ত আলোকসজ্জ্বা পরিহার করতে বলা হয়েছে। পুজায় পটাকা ফোটানো, বাজি পোড়ানো, আতশবাজসহ সকল প্রকার বিষ্ফোরক দ্রব্য তৈরী ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং আরতীসহ পুজা আনুষ্ঠিকতা রাত ১১টার মধ্যে শেষ করতে সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, এ বছর ময়মনসিংহ জেলায় মোট ৮৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। জেলায় ১৫তম বারের মত শুধুমাত্র মহিলাদের পরিচালনায় নগরীর শিববাড়ী পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের আবহমান এঁতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ময়মনসিংহ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এবছর জেলার ১৩টি উপজেলায় হালুয়াঘাটে ৬৫, ধোবাউড়া ৩৩, ফুলপুর ৪৮, তারাকান্দা ৫২, গৌরীপুর ৬৫, ময়মনসিংহ সদর ১৩৫, মুক্তাগাছা ১১৫, ফুলবাড়ীয়া ৭০, ত্রিশাল ৭৮, ঈশ্বরগঞ্জ ৬৫, নান্দাইল ৩২, গফরগাঁও ২০ এবং ভালুকা উপজেলায় ৬৭টি পুজা অনুষ্ঠিত হবে। ##