কাগজ প্রতিবেদক
গত জুলাই মাসের ছাত্র জনতার গণঅভূথ্যান নিয়ে ময়মনসিংহে জুলাই গণাভূত্থান পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত পর্যালোচনা সভার আয়োজন করে ‘জুলাই প্রবাহ’ সংগঠন। এতে কবি, লেখক, শিল্পি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থী, পেশাজীবীরা অংশ নেন।
বক্তারা বলেন, গত পনেরো বছরেরও বেশী সময় ধরে সরকারের ফ্যাসিবাদী আচরণে দেশের মানুষ অতিষ্ট ছিল। যে কারনে এদেশের ছাত্র জনতা গণঅভূথ্যান ঘটিয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর এ দেশের ছাত্র জনতার কাজ দেশটা পরিবর্তন করা, নতুন ভাবে গড়ে তোলা। শুধু উপরিকাঠামোর পরিবর্তন নয়, এই পরিবর্তন ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। দেশকে এক জায়গায় করতে হবে। অভ্যুত্থানের পূর্ণ সফলতা পেতে সেই ঐক্য ধরে রাখতে হবে।
কবি সাঈদ ইসলামের সঞ্চালনায় গণাভূত্থান পর্যালোচনা করেন কবি সরকার আজিজ, কবি এহসান হাবীব, শিক্ষক উন্মে ফারহানা, সমাজকর্মী অজিত দাস, ব্যবসায়ী তৌহিদুজ্জামান ছোটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের সমন্বয়ক আরিফুল হাসানসহ অনেকে।