কাগজ প্রতিবেদক
ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়া নগর স্টেশনে রেলপথে অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী এবং এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে প্রায় একঘন্টা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে রাখে আন্দোলনকারীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও স্টেশন মাস্টারের ট্রেন থামার আশ্বাসে আন্দোলকারীরা ট্রেন লাইন ছেড়ে দেয়।
আন্দোলনকারীরা বলেন, এই স্টেশনটা অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী। আমরা অনেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করি। সড়ক পথে গেলে অনেক সময় ও খরচ হয়। ট্রেন ছাড়া আমাদের অনেক ব্যয় ও সহজ হবে।
তারা আরো বলেন, আমরা ট্রেন থামার জন্য অনেক আন্দোলন করছি। অনেক এমপি মন্ত্রী আশ্বাস দেওয়ার পরও থামেনি। কাঁচামালসহ বিভিন্ন পণ্য পরিবহনে কষ্ট হয়।
আউলিয়া নগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। কতৃপক্ষ বলছে লিখিত আবেদন করতে। ইউএনও স্যারের সাথে কথা বলে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা ট্রেন ও রেললাইনের অবরোধ তুলে নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, শিক্ষার্থী ও এলাকাবাসীর ট্রেন স্টপেজের যৌক্তিক দাবি হলে দ্রুতই সমাধান হবে। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আন্দোলনকারীদের লিখিত আবেদন দিতে বলেছি।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওসি শাহীদুল ইসলাম বলেন, সবকিছু একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। এলাকাবাসীর এই দাবি যৌক্তিক হলে লিখিত আবেদন দিতে বলা হয়েছে।