কাগজ প্রতিবেদক
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শোক র্যালী এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক এই কর্মসুচির আয়োজন করে। অধিকারের জেলা সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, সিনিয়র আইনজীবী এটিএম মাহবুবুল আলমসহ অন্যরা। বক্তারা বলেন, বছরের পর বছর গুমের শিকার ব্যক্তিদের ফেরত দেয়ার দাবি জানালেও স্বৈরাচার আওয়ামী সরকার কোনো কর্ণপাত করেনি। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন।