কাগজ প্রতিবেদক, বাকৃবি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা ও পুজার মাধ্যমে দিনটি পালন করে।
অনুষ্ঠান উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মো:মোস্তাফিজুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবি নিরাপত্তা কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মাসুম আহমেদ, প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. গোপাল দাস, সনাতন সংঘের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, অধ্যাপক ড. প্রিয় মোহন দাস, অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস, অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বাকৃবি ক্যাম্পাসের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##