কাগজ প্রতিবেদক;
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে চার জেলায় ২৯০টি ইনস্টিটিউটের ১০৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ৭৮ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৩৭ হাজার ৩৩৭ জন ছাত্র ও ৪১ হাজার ৬৫৭ জন ছাত্রী। এবার এই বোর্ডে পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি। এর মধ্যে নিয়মিত ৫৯ হাজার ১৪১, অনিয়মিত ২ হাজার ১৮৪, আংশিক অনিয়মিত ১৭ হাজার ৫৭৭ জন ও প্রাইভেট ১ ও মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন ৯১ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৯৯৫, মানবিক বিভাগে ৫৬ হাজার ৯৭ ও ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৯০২ জন। সকাল ১০টায় কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলায় ৫১টি ইনস্টিটিউটের ৩৮ হাজার ৯৯৮ জন, জামালপুরের ২৫টি ইনস্টিটিউটের ১৬ হাজার ৪০৯ জন, নেত্রকোনার ২১টি ইনস্টিটিউটে ১৪ হাজার ৩১৬ জন ও শেরপুরে ৯টি ইনস্টিটিউটের ৯ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরীক্ষা চলাকালে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল্লাহ ও জেলা প্রশাসক মুফিদুল আলম নগরীর সরকারি আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা পরীক্ষা কেন্দ্রগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সকল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলাকালে বিভাগের সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে বলে জানান তারা।