কাগজ প্রতিবেদক
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উদযাপন করেছে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ। বুধবার দিনব্যাপী দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকালে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরোয়ার্দী হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মেজবাবুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ জলবায়ু ও জীববৈচিত্র্েযর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারি। তাই আমাদের সকলকে আন্তরিক হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি, গবেষণামূলক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব জীবনচর্চার অঙ্গীকারে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।