কাগজ প্রতিবেদক;
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহে ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে কলেজে অধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বিকেলে নগরীর রামবাবু রোড, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে তাকে আটক
অভিযানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্প কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এ কলেজের অধ্যক্ষ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এ্যাপস ব্যবহার করে দলীয় কর্মীদেরকে উজ্জীবিত করার কাজে লিপ্ত ছিল। দলীয় কর্মকান্ড জোরদারসহ সংগঠনকে পুন:গঠন করার কাজেও জড়িত ছিল। তবে অভিযানকালে তার সাথে কথা বলে নরমাল মনে হয়েছে। পরবর্তীতে আরও তদন্ত শেষে আরও কোন পরিকল্পনা ছিল কিনা জানা যাবে। অভিযানে তার ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। আটককৃত মিনারকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত অধ্যক্ষ মিনার জানান, আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। তবে দল ক্ষমতায় থাকাকালীন আমি অবৈধ কোন সুযোগ-সুবিধা নেইনি। দল ক্ষমতায় থাকাকালীন কোন পদ আমি পাইনি। তাই ২০২০ সাল থেকে দলীয় কর্মকান্ড থেকে দূরে ছিলাম। এখনো দলীয় কোন কর্মকান্ডের সাথে আমি জড়িত না। আমাকে কেন আটক করা হয়েছে আমি জানি না। তনে আওয়ামী লীগ করার জন্যে যদি আমি দোষী হই তাহলে যেকোন শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত আছি।