কাগজ প্রতিবেদক, ভালুকা
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও ভালুকা উপজেলাশাখার সাবেক ছাত্র শিবির সভাপতি বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও বিশেষ অতিথি সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।