কাগজ প্রতিবেদক, গৌরীপুর
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরীপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উত্তর বাজারে কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলম পাপ্পু। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, যুবদল নেতা আবিদ হাসান রাহাত, মনোয়ার জাহান সফল, বাবুল হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, আতাউর রহমান, তোফাজ্জল হোসেন, শিপন মিয়া, পিপলু, বাদল, শরিফ, শাকাওয়াত হোসেন, মতিন শাহ, জহিরুল ইসলাম, আল আমিন, জুয়েল, তন্ময়, রাসেল প্রমুখ।
উদ্বোধন শেষে জাহাঙ্গীর আলম পাপ্পু দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ঘুরে ঘুরে করে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজ খবর নেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের ম্যাধ্যমে বিনামূল্যে সহস্রাধিক লোককে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয়রা জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অন্তত্মত আনন্দিত। প্রতিমাসে এই ধরণের কর্মসূচির উদ্যোগ নিলে দরিদ্র রোগীরা উপকৃত হবে। যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা উত্তরবাজার মহল্লায় এসে জড়ো হন। পরে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু সবাইকে সাথে নিয়ে কেক কেটে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।