কাগজ প্রতিবেদক, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম এ সাত্তার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাসার ঝুলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।