কাগজ প্রতিবেদক
স্বতন্ত্র পরিদপ্তর গঠন, আনুপাতিক হারে পদ সৃজন, নবম গ্রেডে পদ সৃষ্টিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসীর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসুচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ, র্গ্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন, বিএসএসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।