কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ও পদোন্নতি বঞ্চিতদের অবিলম্বে পদোন্নতি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পদোন্নতি বঞ্চিত সহকারী ও সহযোগী অধ্যাপকগণ ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন। পরে মিছিল সহকারে কলেজ অধ্যক্ষ ডা. নাজমুল আলম খানের কাছে দাবী উত্থাপন করা হয়। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে দাবী মানা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচীর হুমকি দেন।
এসময় বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল, অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিকুর রহমান ও ডা. মাহমুদ হোসেন নাসিম।