কাগজ প্রতিবেদক
‘ময়মনসিংহ বিভাগের নদ-নদীর তালিকা চূড়ান্তকরণ এবং ব্রহ্মপুত্র নদ দখল ও দুষণমুক্তকরণের লক্ষ্যে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্ম সচিব তাহমিনা আক্তার, অতিরিক্ত ডিআইজি নুরে আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ##