কাগজ প্রতিবেদক, তারাকান্দা
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি তামান্না হোয়রারা, কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাহাঙ্গীর আলমসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণের নিকট বিদ্যালয়ের জন্যক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।