কাগজ প্রতিবেদক
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে পরিবেশবাদি সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন। বুধবার দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহযোগিতা করেন কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট। মানববন্ধনে বক্তারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতি জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিচ্ছন্ন শক্তির উৎস যেমন সৌর এবং বায়ু শক্তিতে বিনিয়োগের আহ্বান জানান।
এসময় অংশগ্রহণকারীরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে ওয়ার্ল্ড ব্যাংকের বিনিয়োগ বন্ধ বিশেষ করে রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পগুলোর বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানান। তারা বলেন, এই বিনিয়োগগুলো ওয়ার্ল্ড ব্যাংকের জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ।
মানববন্ধনে অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সদস্য সচিব খাইরুল আলম তুহিন, আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হুসেন, তাহমিদ রেদোয়ানসহ পরিবেশবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের জন্য নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করাই শুধু সঠিক পন্থা নয়, এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্যও প্রয়োজনীয়। এটি নতুন কর্মসংস্থান তৈরি করবে, শক্তির অভাব দূর করবে এবং আমাদের টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে নিয়ে যাবে। প্রযুক্তির জন্য তহবিল বরাদ্দ করছে তা বাস্তবে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নয় এবং জলবায়ু পরিবর্তন রোধে নির্ভরযোগ্য ও টেকসই সমাধানের জন্য রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।