কাগজ ডেস্ক
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, হিজবুল্লাহর প্রথাগত শক্ত ঘাঁটি বিবেচিত এলাকার বাইরে তিনটি এলাকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫ জন।
লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, নিহতের সংখ্যা পাঁচজন বেড়েছে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের উত্তরে মায়েসরা গ্রামে ইসরাইলের হামলায় নয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় জানায় উত্তর শহর বাতরুনের নিকটবর্তী দেইর বিল্লাতে ইসরাইলি হামলায় দুইজন নিহত, চারজন আহত এবং অজ্ঞাত একজনের ‘শরীরের অঙ্গ’ পাওয়া গেছে। বারজায় হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। রাজধানীর দক্ষিণে শউফ জেলায় অভিযানের কারণে আহতের সংখ্যা আগের চেয়ে ১৪ জনে দাঁড়িয়েছে।