কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের হালুয়াঘাটে পরকিয়ার জেরে স্বামী হযরত আলীকে (৪০) হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন (২৮) ও তার প্রেমিক সহোদর বোন জামাই লিয়াকত আলীকে (৩৬) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন। একই সাথে প্রত্যেক আসমীকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে একই গ্রামের লিয়াকত আলীর সাথে সাবিনা খাতুনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। ঘটনার প্রায় একমাস পূর্বে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করে। হযরত আলীকে বাধা মনে করে তারা হত্যার জন্য পরিকল্পনা করে।
২০২১ সালের ২৯ আগস্ট হযরত আলী গৃহস্থালীর কাজ শেষে হালুয়াঘাট থেকে নালিতাবাড়ির উদ্দেশ্যে বের হয়ে গোরকপুর বাজারে যায়। পরিকল্পনা অনুযায়ী সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে প্রেমিক লিয়াকত আলীকে জানায়। লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যায়। পরে রাত সাড়ে এগারোটার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা প্যাচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে অবহিত করে। পরে দুজনে মিলে লিয়াকত আলী তার আবাদি জমিতে হযরত আলীর লাশ কাদায় পুতে রাখে।
এঘটনায় নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে হযরত আলীর স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক লিয়াকত আলীর নামে চার্জশীট দাখিল করে। আদালত ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে তাদের মৃত্যুদন্ড প্রদান করেন এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমান প্রদান করেন।