সনাক এর মতবিনিময় সভায় বক্তারা
কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। সনাক সদস্য অধ্যাপক বিমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সকল শিশুদের জন্য বৈষম্যহীন গুণগত শিক্ষা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি শিশুদের জন্য আনন্দময় বিদ্যালয় গড়ে তুলতে দৈনিক সমাবেশ, খেলাধূলা, শরীরচর্চা, নৈতিক শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। প্রাথমিক শিক্ষার গুণগত উত্তরণে সনাক’র পক্ষ হতে যে সকল সুপারিশমালা প্রদান করা হয়েছে তা বাস্তবায়ন হলে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। নতুন বছর শুরুর আগেই ক্যাচমেন্ট এলাকার বিদ্যালয় গমন উপযোগী সকল শিশুকে শতভাগ ভর্তি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক, হোম ভিজিট, মা সমাবেশ আয়োজন, নিয়মিত পরিদর্শন ও ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সমাপণী বক্তব্যে সভার সভাপতি সনাক সদস্য অধ্যাপক বিমল কৃষ্ণ দাস উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ, ময়মনসিংহ সদর ও উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় নতুন বছরে শিশুদের জন্য নৈতিক শিক্ষা প্রসারে টিআইবি’র বর্ণমালা নীতিকথা বই এর দুইশতাধিক কপি উপজেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর এর হাতে তুলে দেয়া হয়।
এসময় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা পারভীন, মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মিতালী বণিক, আশীষ কুমার তরফদার, মো. জহিরুল ইসলাম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মেরিনা সুলতানা, নিগার আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠায় সীমাবদ্ধতা ও করণীয় বিষয়ে উল্লেখযোগ্য সুপারিশসমূহের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ তৈরী করতে প্রতিটি বিদ্যালয়ে সেবা সম্পর্কিত তথ্য বোর্ড হালনাগাদকরণ, অভিযোগ ও পরামর্শ বক্স চালু, ঝরে পাড়ারোধে সকল অংশীজনের ভূমিকা পালন, নৈতিক শিক্ষার প্রসারে টিআইবি’র বর্ণমালা নীতিকথা পাঠ, কার্যকর মা সমাবেশ আয়োজন, শিক্ষকদের সময় মতো উপস্থিতি, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের পর্যাপ্ত যত্ন নেয়া, দূর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ নজর দেয়া ইত্যাদি উল্লেখযোগ্য ।